খালেদা জিয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ২০ দলের নেতারা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবেন ২০-দলীয় জোটের নেতারা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে দুপুর সাড়ে ১২টায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব, ইনশাআল্লাহ।’
২০-দলীয় জোটের প্রতিনিধিদলে আরও থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।