খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলায়-জেলায় সমাবেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সমাবেশ হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই শত শত নেতাকর্মী বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে থাকে।
এদিকে প্রেসক্লাবের সামনের রাস্তায় সমাবেশের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর বাইরে থেকে এনটিভির নিজস্ব প্রতিবেদক ও সংবাদদাতাদের পাঠানো খবর-
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : আজ বেলা ১১টা থেকে মাগুরা শহরের ভায়নায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ শুরু করে। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকলে সড়কে জটের সৃষ্টি হয়। তখন পুলিশ নেতাকর্মীদের উঠিয়ে দিয়ে কার্যালয়ের সামনে থাকতে বাধ্য করে।
জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেনসহ নেতাকর্মীরা পুলিশি বাধার প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সঙ্গে অবিলন্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তাঁরা। নেতারা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি না দিলে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : মানবিক দৃষ্টিকোণ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতারা। আজ সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘণ্টার মধ্যে সরকারের পতন হবে। বিএনপির নেতাকর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করে যাবে। প্রতিটি নেতাকর্মীই মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে।
শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
আসমাউল আসিফ, জামালপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডে আজ দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আগামী বুধবার একই দাবিতে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান দলের নেতারা।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : আজ সকাল ১০টার দিকে জেলার আদালত চত্বরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তাঁর স্থায়ী মুক্তির দাবি জানান।