খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কৃষকদলের বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা কৃষকদল। আজ শনিবার শহরের ডায়াবেটিস মোড় থেকে জাহাজ ঘর মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সামবেশ হয়। সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের লাখ লাখ মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। কিন্তু সরকার চায় না। তাই সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে। বেগম জিয়া হাসপাতালের সিসিইউতে আছেন। তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, আমরা জানি না। অবাক লাগে, তাকে বিদেশেও নিতে দেবে না। দেশের একজন তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে দেওয়া হবে না, এটা ভাবতেই তো কষ্ট লাগে।
বক্তারা আরও বলেন, দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, দেশে তার চিকিৎসা সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে বারবার আবেদনের পরও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি, যেন অতি দ্রুত ম্যাডামের জীবন বাঁচাতে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়।
সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হীরা, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাছিম পারভেজ তারা, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ সহযোগী সংগঠনের নেতারা।