খালেদা জিয়ার সুস্থতা চেয়ে পাঁচ এতিমখানায় খাসি বিতরণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জীবনের ছদকা হিসেবে পাঁচটি এতিমখানায় খাসি বিতরণ করেছেন তাঁর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমূল বিশ্বাস। আজ শুক্রবার পাবনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহায়তায় অসহায় এতিম ও হাফেজদের মধ্যে খাসিগুলো বিতরণ করা হয়।
এ ছাড়াও আজ জেলার আল হেলাল জামে মসজিদ, শিমূল বিশ্বাস প্রতিষ্ঠিত আলহাজ আহেদ আলী বিশ্বাস ট্রাস্টের অর্থায়নে নির্মিত শতাধিক মসজিদসহ জেলার দুই শতাধিক মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়।
আজ সকালে বিভিন্ন এতিমখানায় খাসিগুলো পৌঁছে দেওয়া হয়। এ সময় এতিমদের সঙ্গে নিয়ে নেত্রীর জন্য দোয়া করেন বিএনপির নেতারা। পাবনা মানবকল্যাণ এতিমখানার অন্ধ হাফেজদের জন্য খাসি পৌঁছে দেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান। শহরের বাঁশবাজার এতিমখানায় জেলা বিএপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, খোদায়েরপুর এতিমখানায় জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পৌর সভাপতি আলহাজ তৌফিক হাবিব, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট এতিমখানায় পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি একেএম মুসা, হিমায়েতপুর এতিমখানায় সাবেক যুগ্মসম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু এতিমদের মধ্যে খাসি পৌঁছে দেন।
এসব নেতাদের সঙ্গে পাবনা জেলা বিএনপির সিনিয়র নেতারা, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা মহিলা দল, জেলা স্বেচ্ছাসেবক দল, বিজ্ঞান প্রযুক্তি ছাত্রদল, এডওয়ার্ড কলেজ ছাত্রদল ও পাবনা সদর উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছসেবক দলসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।