‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হোন, এটাই কাম্য’
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাঁর করোনা পরীক্ষাই করা হয়নি বলে দাবি করেছে দল ও পরিবারের লোকজন।
এ অবস্থায় খালেদা জিয়ার সুস্থতা চেয়ে আজ রোববার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইমরান এইচ সরকার লেখেন, ‘খবরে দেখলাম বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। আমাদের দেশে একটা নোংরা রাজনীতি আছে, ভিন্নমতের কেউ আক্রান্ত হলে এমনকি মৃত্যুবরণ করলেও অনেকে ট্রল করেন। এটা খুবই অসভ্য মানসিকতা। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোন, এটাই কাম্য।’
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান আজ এনটিভি অনলাইনকে বলেন, ‘খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তাঁর করোনা পজিটিভ, এটা শতভাগ সত্য।’
তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তাঁর ভাগনে ডা. মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘উনার করোনা পরীক্ষা করা হয়নি। যে রিপোর্ট ভাইরাল হয়েছে, এটা ভুয়া। এটা সঠিক নয়।’
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, ‘খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। এবং আমি যা বলছি এটাই ঠিক।’
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন আল রশীদ এনটিভি অনলাইনকে বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি পরিবার দেখে। বিশেষ করে ডা. মামুন বাসায় যাওয়া আসা করেন, তিনি ভালো বলতে পারবেন। তিনি যেটা বলবেন সেটাই অথেনটিক। ম্যাডামের করোনা পজিটিভ কি নেগেটিভ তা আমি জানি না।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া রিপোর্টে যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে, সেটি বিএনপির চেয়ারপারসনের মেডিকেল টিমের টেকনোলজিস্ট মো. সবুজের। তবে তিনিও খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া বা না হওয়া বিষয়ে কিছু জানেন না বলে এনটিভি অনলাইনকে বলেছেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের ভাইরাল হওয়া কপিটির কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটিই দেখা যায়।