খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত সোয়া ৩টার দিকে তাঁকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া মধ্যরাতে হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ৩টা দিকে তাঁকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়।
খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান। এ সময় হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে ২০২১ সালে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল খালেদা জিয়াকে। সে সময় তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্ষক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিস, কিডনি, আর্থ্রাইটিস, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।