খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৮ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনায় আক্রান্ত হয়ে রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। তাঁরা হলেন খুলনার সবুরুন্নেছা (৭২), বাগেরহাটের ঝর্ণা (৪৫), সাবিনা (৩৬), এনামুল হাসান (৪৭), পিরোজপুরের আয়শা বেগম (৬০) ও যশোরের রেখা রানি ঘোষ (৬৫)।
শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। তিনি হলেন খুলনার বাসিন্দা আফরোজা বেগম (৬০)।
এ ছাড়া খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় জালাল উদ্দিন (৬৬) নামের খুলনার এক বাসিন্দার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।