খুলনার পাঁচ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
খুলনার পাঁচটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অপর চার জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনের করোনা শনাক্ত হয়েছে। অপর চার জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালটিতে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন খুলনার ফজলুর রহমান (৭০), সাদিয়া বেগম (৬২), ঝিনাইদহের বজলুল (৬৫) ও আবদুর রহমান (৪৬)।
খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ চার রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার পলাশ সরকার (৩০), তরিকুল (৬৩), স্বপন (৪২) ও মাহাবুব (৪২)।
শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছেন। তাঁরা হলেন বাগেরহাটের তাহমিনা বেগম (৮৪), গিয়াস শেখ (৬৫) ও নড়াইলের নয়ন ঘোষ (৩৫)।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা. রকিকুল ইসলাম বাবলু জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় মোট দুজন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। তাঁরা হলেন খুলনার শিখা রানি রায় (৫৫) ও অফিয়া খানম (৩৫)।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আবুল বাসার ফারজী (৬৬) নামের খুলনার এক বাসিন্দার মৃত্যু হয়েছে।
অপরদিকে, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে খুলনার ৩৪০টি নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৯৪ শতাংশ।