খুলনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
খুলনা সদরে ট্রেনে কাটা পড়ে মর্জিনা (৩৮) ও শেফালী বেগম (৪০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আলীম জুট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ।
ওসি খবির আহম্মেদ জানান, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহণের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে জিআরপির কর্মকর্তা পাঠানো হয়েছে বলেও জানান ওসি।