খুলনায় পাঁচ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু
খুলনার পাঁচটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। অপর এক জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনের করোনা শনাক্ত হয়েছে। অপর এক জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৩৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন খুলনার রঞ্জন কুমার সাহা (৪৫)। বর্তমানে এ হাসপাতালে ১৫০ শয্যার বিপরীতে ৭৮ জন রোগী চিকিৎসাধীন।
খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন বাগেরহাটের ফারজানা (৪৮)। হাসপাতালটিতে বর্তমানে মোট ৮০টি শয্যার বিপরীতে ৫২ জন চিকিৎসাধীন।
এ ছাড়া শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার জাহানারা (৬০), অলোক রায় (৫৪) ও বাগেরহাটের কামাল মোস্তফা (৭২)। এই হাসপাতালে বর্তমানে ৪৫ শয্যার বিপরীতে ৪২ জন রোগী চিকিৎসাধীন।
অপরদিকে, গত রোববার থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে করোনায় তিন জন মারা গেছেন। তাঁরা হলেন খুলনার বিন্দু প্রকাশ গোলদার (২৫), শাহাজান ফকির (৬২) ও পিরোজপুরের পিয়ারী (২৫)। সেখানে ৮৭ শয্যার বিপরীতে ৬৮ জন রোগী ভর্তি রয়েছে।