খুলনায় পুলিশ পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
খুলনায় পুলিশ পরিদর্শক শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রজিয়া পারুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাতে দুদকের উপসহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে এ মামলা দুটি করেন। যা আজ বুধবার আদালতের নথিভুক্ত হয়েছে।
জানা গেছে, সরকারি চাকরিকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় দুই কোটি টাকা জ্ঞাত আয়ের অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দুটি করে দুদক।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, এজাহারে বলা হয়েছে শেখ বটিয়াঘাটা থানার সাবেক পরিদর্শক আবু বকর সিদ্দিক (বর্তমানে পুলিশ পরিদর্শক চুয়াডাঙ্গা) এবং তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুল তাদের দখিলকৃত সম্পদের বিবরণীতে দানকৃত এবং ঠিকাদারি ব্যবসা দেখিয়ে সম্পদ বৈধকরণের চেষ্টা করেছেন। তারা খুলনা শহরে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ক্রয়কৃত জমিতে পাঁচতলা ভবন এবং দৌলতপুর মৌজায় ক্রয়কৃত জমির প্রকৃত মূল্য দেখাননি।
মামলায় বলা হয়, শেখ আবু বকর সিদ্দিকের নামে প্রায় এক কোটি এবং তার স্ত্রীর নামে এক কোটি ২৯ লাখ টাকার সন্ধান পেয়েছে দুদক। এই অবৈধ সম্পত্তি জন্য তাদের দুজনের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দুটি করা হয়েছে।