খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ৪৩৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল এক হাজার ১৮৬ জন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল দুই হাজার ৬৩ জন। মোট মৃত্যুর মধ্যে খুলনা জেলারই ৫৮৮ জন। এরপর রয়েছে কুষ্টিয়ায় ৫২৬ জন।
আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়, যা আগের দিন ছিল এক হাজার ১৮৬ জন। মৃত্যুর সংখ্যাও আগের দিনের মতো ৪৬, তবে শনাক্ত বৃদ্ধি আর খুলনায় শনাক্ত এদদিনে বেশি আর কুষ্টিয়ায় মৃত্যু একদিনে বেশি ১৮ জন।
স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৯ জন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরা একজন, যশোরে দুইজন, নড়াইল দুইজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে দুইজন, কুষ্টিয়ায় ১৮ জন ও চুয়াডাঙ্গা চারজন, মেহেরপুরে চারজনসহ মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা গতকাল ছিল ৪৬ জন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৬৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ৯৬৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৫৮৮ জন, তারপর কুষ্টিয়ায় ৫২৬ জন, যশোরে ৩২৪ জন, ঝিনাইদহে ১৮৫ জন ও মেহেরপুরে ১৩১জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৬৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ১০৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৮৮ জন এবং সুস্থ হয়েছে ১৬ হাজার ৩০৭ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো পাঁচ হাজার ৭৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১২০ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৮২৬ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪৪৮ জন এবং মারা গেছে ৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চার হাজার ১৫৪ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮হাজার ১৪৫ জন। এ সময় মারা গেছে ৩২৪ জন এবং সুস্থ হয়েছে ১৩ হাজার ২৭৩ জন।
নড়াইলে এ সময়ে শনাক্ত ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯৮৯ জন। মারা গেছে ৮৯ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ১০৩ জন।
মাগুরায় শনাক্ত হয়েছে ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬২ জন। এ সময় মারা গেছে ৬২ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৬২৩ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ২৬৭ জন। মারা গেছে ১৮৫ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৩৪৭ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৭৪ জন। মারা গেছে ৫২৬ জন এবং সুস্থ হয়েছে নয় হাজার ৮২২ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৫৫ জন। মারা গেছে ১৫৪ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৬৬৫ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৫২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৩১ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৭৭৯৬ জন।