খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৯৪৮ শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৫০ হাজার ৯৬৫ আর সুস্থ ৩৬ হাজার ১২৫ জন। আগের চেয়ে এ সময়ে মৃত এবং শনাক্তের পরিমাণ কম। বিভাগের ৯৪৮ জন শনাক্তের ৪৭০ জনই যশোরের।
আজ শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, গতকাল শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে, শতকরা হিসাবে ৩৭ ভাগ। এর মধ্যে খুলনার ছিল ৪২৫টি নমুনা এবং শনাক্ত ১৭৪ জন শনাক্তর হার ৪০ ভাগ।
মঙ্গলবার (২৩) জুন ৯০৩ শনাক্ত, সোমবার (২২জুন) ৯৯৮, রোববার (২০জুন) ৯৪৫, শনিবার (১৯ জুন) ৭৬৩, গত শুক্রবার (১৮ জুন) ৬২৫, বৃহস্পতিবার (১৭জুন ) ১০৩৩, বুধবার (১৬ জুন) ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনা দুইজন, কুষ্টিয়ায় পাঁচ, যশোরে পাঁচ, ঝিনাইদহে এক, চুয়াডাঙ্গা একজন এবং মেহেরপুরে একজন। মোট ১৪ জন মৃত্যূ একদিনে যা বিভাগের গত দিনের চেয়ে কম।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯৬৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ২৩৫ জন, তারপর কুষ্টিয়া ১৮৫ জন এবং যশোর ১২৯ জন, ছোট জেলার মধ্যে মেহেরপুর ৪০।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৩৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৩৩ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো দুই হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮ জন।
সাতক্ষীরায় শনাক্ত ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩২২০ জন এবং মারা গেছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৮১ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১১৯০ জন। এ সময় মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৮৮৯ জন।
নড়াইলে শনাক্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৪৭০ জন। মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৯২৯ জন।
মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৮ জন । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৪৪ জন। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১২৩৫ জন।
ঝিনাইদহে ১৭৯ জন শনাক্ত। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৮৯০ জন। মারা গেছেন ৮০ জন এবং সুস্থ হয়েছেন ২৯৩৯ জন।
কুষ্টিয়ায় শনাক্ত হয়েছে ৭৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬৯৮৯ জন। মারা গেছেন ১৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৫২৬৮ জন।
চুয়াডাঙ্গায় শনাক্ত ২৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৯৭৭ জন। মারা গেছেন ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২০৫১ জন।
মেহেরপুর শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫৫৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১০৪০ জন।