গণতন্ত্রের মুক্তির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে বিজয় অর্জন করব : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে বিজয় অর্জন করব। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলকর্মী শাওন প্রধা নের গায়েবানা জানাজার আগে একথা বলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন শাওন। আজ নয়াপল্টনে তাঁর গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুম, খুন, হত্যার মধ্যে দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করতে চায়। তারা বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে চায়। বিশেষ করে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, খালেদা জিয়ার দল বিএনপিকে তারা নির্মূল করে দিতে চায়।’
শাওনের রক্ত বৃথা যেতে পারে না উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁর এই আত্মত্যাগ ও আত্মদান আমাদের আরও শক্তিশালী করবে। শাওনের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এই শোককে শক্তিতে রূপান্তর করব। সব শক্তিকে একত্রিত করে এই সরকারকে পরাজিত করতে সক্ষম হব।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মুক্তির জন্য আমরা যে লড়াই শুরু করেছি, খালেদা জিয়ার মুক্তির জন্য যে সংগ্রাম-লড়াই করছি, শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করব।’
মিছিলে সরকারের পুলিশবাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এতে যুবদলকর্মী শহীদ হয়েছেন। আমরা আজ সকালে নরায়ণগঞ্জে তাঁর বাসায় গিয়েছিলাম। তাঁর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তিনি একটা ওয়েল্ডিং কারখানাতে কাজ করতেন ও যুবদলের সক্রিয়কর্মী ছিলেন।’