গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঝরা রক্ত বৃথা যাবে না : মির্জা ফখরুল
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঝরা রক্ত কখনও বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে নিহত নেতাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন।
দলের চলমান আন্দোলনে ভোলা জেলার দুই নিহত পরিবারের সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দিতেই আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।
আস্ট্রেলিয়া বিএনপি নেতা প্রকৌশলী হাবিবুর রহমান, আমেরিকা বিএনপি নেতা সাইফুল আলম কদর এই অর্থ দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, জনগণ জেগে উঠেছে, সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দল থাকবে বলেও জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভোলায় নিহত আব্দুর রহিম-এর স্ত্রী খাদিজা বেগম, নূরে আলমের স্ত্রী ইফরাত জাহান, কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ ইব্রাহিম বীরবিক্রম, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি সহ-সাংগঠনিক শরিফুল আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য নাজিমউদ্দীন আলম, আবুল হোসেন, হাফিজ ইব্রাহিম, হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রম্যান, ভোলা জেলা সদর থানা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।