গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর ঘোষিত রাষ্ট্রপতি দিয়ে যে দেশের উন্নয়ন হয়নি, এটা এখন পরিষ্কার। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হয়, জনগণ তার প্রমাণও পাচ্ছে।
আজ সোমবার (৩০ জানুয়ারি) গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিরাজমান পরিস্থিতিতে আমাদের সবাইকে সবকিছুতে আরও সাশ্রয়ী হতে হবে। বিশেষকরে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’
উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আজিমপুরে বিচারকদের আবাসন, মিরপুর ও তেজগাঁওয়ে কয়েকটি আবাসন প্রকল্প, রমনা পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পসহ বড় ১১টি প্রকল্প রয়েছে।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘আমাদের অনেক প্রকল্প চলমান রয়েছে। গত অর্থবছরে ১১টি বড় প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গণপূর্তের ছয়টি, গৃহায়ণ কর্তৃপক্ষের তিনটি ও রাজউকের দুটি প্রকল্প রয়েছে।’