গভীর রাতে অ্যাম্বুলেন্স জলাশয়ে পড়ে দুজন নিহত
হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকার কালীবাড়ী মোড় এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রীর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে গাবতলী বাস টার্মিনাল থেকে পাঁচ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স রাত ৩টার দিকে মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক, হেলপারসহ মোট সাত জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জন বেরিয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রাস্তার পাশের বাড়ি থেকে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডুবে থাকা গাড়ির ভেতর থেকে আটকেপড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের একজন যাত্রী বলেন, ‘গাড়ির মধ্যে চালক, তার সহকারীসহ মোট সাত জন ছিলাম। গাড়িটি হঠাৎ রাস্তা থেকে পানির মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালক আর তার সহকারী বেরিয়ে যায়। আমরা বাকি যে তিন জন বেঁচে গেছি, আমাদের সবার বাড়ি একই এলাকায়। রাত ২টার দিকে আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরে যাওয়ার জন্য গাবতলী টার্মিনালে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। কোনো যানবাহন পাচ্ছিলাম না। তখন একজন দালালের মাধ্যমে এ অ্যাম্বুলেন্সটিতে বাড়ি ফেরার জন্য উঠি। আমরা তিন জন পানি থেকে ওঠার আগেই মারা যাওয়া দুজন অ্যাম্বুলেন্সটিতে ছিলেন। দুর্ঘটনার সময় আমাদের সিটের পাশের জানালা খোলা ছিল বলে আমরা তিন জন গাড়ি ডুবে যাওয়ার আগেই বেরিয়ে আসতে সক্ষম হই। যে দুজন মারা গেছেন তাঁদের সিটবেল্ট বাঁধা ছিল। তাঁরা চেষ্টা করেও বের হতে পারেননি।’