গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। উপজেলার ধলাপাড়া চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় ঘাটাইল-ধলাপাড়া সড়কে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর এবং মৃত রমজান আলীর ছেলে সাঈম। তারা ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনার পর ওই তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনেরা।