গাজীপুরে করোনায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, শনাক্ত ৯০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এই জেলায় মোট ২৫৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত গাজীপুরে মোট ৯২ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ২৩৭ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাককর্মীও রয়েছেন।
এদিকে, গাজীপুরে সবচেয়ে বেশি করোনা শনাক্ত করা হয়েছে সিটি করপোরেশন এলাকায়। সেখানে এখন পর্যন্ত মোট আট হাজার ৪২০ জনের করোনা শনাক্ত হয়েছে।