গাজীপুরে কলোনিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুই শতাধিক কক্ষ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি কলোনির দুই শতাধিক কক্ষ পুড়ে গেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করতে হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ীর বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে কয়েকজন ব্যক্তি পাশাপাশি টিনশেডের প্রায় ২০টি কলোনি গড়ে তুলেছিলেন। স্বল্প আয়ের লোকজন এসব কলোনির ছোট কক্ষগুলোতে বসবাস করতেন। এর মধ্যে হুমায়ুন নামের এক ব্যক্তির কলোনিতে গতকাল রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের কলোনিগুলোতেও ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, গতকাল রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি, ডিবিএল স্টেশনের একটি ও কালিয়াকৈর স্টেশনের দুটিসহ মোট ছয়টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে তারা গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন।
আবদুল হামিদ আরো জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০টি কলোনির দুই শতাধিক কক্ষ মালামালসহ পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।