গাজীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জয়দেবপুর থানার মনিপুর এলাকার মকবুল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের বাসিন্দা।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর ভিকটিম গৃহবধূকে (২৩) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা থেকে অপহরণ করে প্রাইভেটকারে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার একটি রুমে আটকে রাখে। পরে সোহাগ ও তাঁর তিন বন্ধু কোকাকোলার সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ভিকটিমকে জোরপূর্বক পান করায়। ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে ওই অভিযুক্তরা তাঁকে রাতভর পালাক্রমে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সোহাগ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ভিকটিম গত ৩ ডিসেম্বর শ্রীপুর থানায় একটি মামলা করেন এবং র্যাবের সহযোগিতা চান। র্যাব ছায়া তদন্ত করে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত সোহাগ জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন । এর আগেও তিনি অনেক মেয়েকে ধর্ষণ করেছেন বলে জানান।