গাজীপুরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সোলার লাইট ও ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিন্নাত আলী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিন্নাত আলী গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন বসুগাঁও দক্ষিণপাড়ার বাসিন্দা।
জিএমপি পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আজ সকালে মহানগরীর পূবাইল থানাধীন জিরাইতলী ইটালীর বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির ওপরে তারের সঙ্গে জিন্নাত আলীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ওই খুঁটির সোলার লাইট ও ব্যাটারি চুরি করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।