গাজীপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ১
গাজীপুরের শ্রীপুরে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চারজন। আজ বৃহস্পতিবার মাওনা-বরমী সড়কের তেলিহাটি ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মহরম আলী (৬৫)। তিনি শ্রীপুরের বরমী পাইটালবাড়ী এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন রাসেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ আড়াইটার দিকে মাওনা-বরমী সড়কের তেলিহাটি ভূমি অফিসের সামনে মাওনাগামী মাটি বহনকারী ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী রাসেল নিহত হন। এ ঘটনায় ট্রাকের চালক ও সিএনজির অপর দুই আরোহী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’