গাজীপুরে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে খুন
গাজীপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিশোধ নিতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এক যুবক। গতকাল বুধবার রাত ৮টার দিকে মহানগরীর বাসন থানার দীঘিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কবির হোসেন (৩২)। তিনি স্থানীয় বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস আগে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কবিরকে মারধর করে স্থানীয় কয়েক যুবক। ওই ঘটনার প্রতিশোধ নিতে কবির কয়েক বন্ধু নিয়ে গতকাল রাতে ওই এলাকায় যায়। এ সময় তারা দীঘিরচালা প্রতিভা স্কুলের পাশে এলে প্রতিপক্ষের লোকজন কবিরের উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কবিরের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত কবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।