গাজীপুরে পৃথক দুর্ঘটনায় এলজিইডির কর্মচারীসহ দুজন নিহত
গাজীপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এলজিইডির এক কর্মচারীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার গাজীপুর সদর ও কাপাসিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার চর নিলক্ষী এলাকার মো. মোক্তার হোসেন (৫৫) এবং গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মধ্যভুরুলিয়া এলাকার মিস্টার (২২)।
জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন জানান, এলজিইডির রোলার ড্রাইভার মোক্তার হেসেন ডিউটি শেষে আজ বিকেলে মোটরসাইকেলযোগে গাজীপুরের নলজানীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে কাপাসিয়ার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নান্দুয়াইন এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেইটের সামনে পৌঁছালে পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোক্তার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এদিকে আজ দুপুরে জয়দেবপুর-কাপাসিয়া সড়কের শ্রীপুরের মারতা বাজার এলাকায় জয়দেবপুরগামী একটি মোটরসাইকেরকে কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক মিস্টার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।