গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চাকরিপ্রার্থীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ঢাকা-ময়মনসিহ মহাসড়কের সালনাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্বিবিদ্যালয় গেইট ও কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের চাঁদপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুরের আনসার আলীর ছেলে জামান (৩০) এবং কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিশা গ্রামের আশরাফুল ইসলাম মনিরের ছেলে তৌহিদুল ইসলাম রাফি (৬)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ বেলা ১১টার দিকে গার্মেন্টসে চাকরির সন্ধানে অটোরিকশায় সালনা বাজার এলাকায় যাচ্ছিলেন জামান। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন অক্সফোর্ড গার্মেন্টস কারখানার সামনে পৌঁছালে চান্দনা চৌরাস্তাগামী তাকওয়া পরিবহণের একটি মিনিবাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের উপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, আজ সকাল সোয়া ৬টার দিকে প্রতিদিনের মতো আরবি পড়তে বাড়ি থেকে স্থানীয় মক্তবে যাচ্ছিল শিশু রাফি। বাড়ির পাশের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কে কালীগঞ্জ থেকে কাপাসিয়াগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।
উভয় ঘটনায় নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।