ইজতেমা মাঠে হত্যা মামলায় সাদপন্থি শফিউল্লাহ ২ দিনের রিমান্ডে
গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে হত্যা মামলার আসামি সাদপন্থি নেতা মাওলানা শফিউল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৯টায় শরীয়তপুরের পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে সাদপন্থি নেতা মাওলানা শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়।
সাদপন্থি নেতা শফিউল্লাহ হত্যা মামলার ৯ নম্বর আসামি। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার করা মাওলানা মো. শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার কান্দির মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের শীর্ষ নেতা।