গাজীপুরে বেড়াতে এসে অটোচাপায় শিশু নিহত
গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে এক শিশু সিএনজিচালিত অটোরিকশার চাপায় নিহত হয়েছে। আজ বুধবার কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওই চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত শিশুর নাম তাহসীন রহমান রাফিল (৪)। সে ঢাকার ধামরাই ধানাধীন মাকুলিয়া এলাকার মশিউর রহমানের ছেলে। আটক সিএনজি চালক ওমর ফারুক (২৭) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন নিজাম খাঁ এলাকার ইসরাফিল আলমের ছেলে।
জিএমপির কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, কয়েকদিন আগে নগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে তাহসীন। আজ বেলা সোয়া ১১টার দিকে সে দৌড়ে বাসার পার্শ্ববর্তী সড়ক পার হচ্ছিল। এ সময় স্থানীয় মোজারমিলগামী সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মাথা, বুক, পা ও হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ সময় এলাকাবাসী ওই অটোরিকশা জব্দ ও চালক ওমর ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।