গাজীপুরে ভারতীয় নেশার ইনজেকশন জব্দ, গ্রেপ্তার ২
গাজীপুরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতের তৈরি নেশার ইনজেকশন জব্দ করেছে বাসন থানা পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে এসব জব্দ করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো রংপুরের পীরগঞ্জ থানার যাদবপুর মধ্যপাড়া এলাকার মো. এরশাদ (৩৪) ও একই গ্রামের মো. ছালেক (৪২)। তারা গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ভাড়া থাকে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান এলাকার সামছুল হকের বাড়ির দ্বিতীয় তলায় বহুদির ধরে কিছু মাদক ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ বাপরেনোরফিন ইনজেকশন কেনাবেচা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ভারতের তৈরি সাড়ে ৬০০ ভায়াল ইনজেকশন উদ্ধার করে। এ সময় এরশাদ ও ছালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দুজনেই মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে বাসন থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।