গাজীপুরে হামলায় আহত ছাত্রলীগনেতার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগনেতা রাজধানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
নিহত ছাত্রলীগনেতা সৈয়দ মাসুম আহমেদ শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু।
নিহত মাসুমের চাচা মোফাজ্জল হোসেন জানান, ঈদুল আজহার দিনগত রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত ছাত্রলীগনেতা মাসুমের ঘরের ছিটকানি ভেঙে ভেতরে ঢুকে। এ সময় বাড়ির অন্য ঘরগুলোর দরজার বাহির থেকে বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।
মাসুমের ঘরে প্রবেশ করেই অজ্ঞাতপরিচয় দৃর্বৃত্তরা তাকে মারধর ও মাথায় আঘাত করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে বাড়ির আশপাশের প্রতিবেশী এগিয়ে আসে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে তাকে গতকাল বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তাঁর মৃত্যু হয়।
মাসুমের মৃত্যুতে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা শোক জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রথম থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। সেভাবেই পুলিশ কাজ শুরু করেছে।