গাজীপুরে ২০ কেজি গাঁজাসহ দুইজন আটক
গাজীপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। এ সময় একটি পিকআপ ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ সোমবার বিকেলে র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হিলু রাজবাড়ী লালাবাজার এলাকার কালাম মিয়া (৩৪) এবং হবিগঞ্জের মাধবপুর থানাধীন কড়কি এলাকার মো. বাচ্চু (২৭)।
র্যাব-১-এর ওই কর্মকর্তা জানান, আজ ভোরের দিকে সিলেট থেকে গাঁজার একটি বড় চালান পিকআপে নিয়ে গাজীপুরে আসছিল মাদক ব্যবসায়ীরা। এ গোপন সংবাদ পেয়ে র্যাব-১-এর সদস্যরা পূবাইলের ওই এলাকার মেসার্স সাজন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট বাসানো হয়। এ সময় অভিযান চালিয়ে একটি পিকআপসহ কালাম ও বাচ্চুকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ তিনটি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য চোরাইপথে আমদানি করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।