গুম হওয়া ব্যক্তিদেরকে আয়নাঘর থেকে ফিরিয়ে দিতে হবে : ফখরুল
গুম হওয়া ব্যক্তিদেরকে আয়নাঘর থেকে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে গুম হওয়া পরিবারের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তোমার একা নও, তোমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আছে। দেশের মানুষ তোমাদের জন্য লড়াই করবে।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মানববন্ধনে মির্জা ফখরুল এসব কথা বলেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘ছোট বেলায় শুনেছি ল্যাটিন আমেরিকায় গুম হতো। আজকে ভাগ্যের কী নির্মম পরিহাস, আমাদের দেশেও গুম হচ্ছে।’
ফখরুল বলেন, ‘আমরা ১৯৭১ সালে স্বাধীনতা ও স্বাধিকারের জন্য যুদ্ধ করেছি। আজকে আমাদরে সন্তানদের আহাজারি শুনতে হচ্ছে, বাবা-মা তাদের সন্তানকে ফিরে চায়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে আজকে যারা বসে আছেন, তারা আমাদের ভাইয়ের সন্তান, কারও বোন, কারও ভাই। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল একটাই—স্বাধীন গণতান্ত্রিক দেশে অধিকার নিয়ে বাঁচতে চেয়েছিল।’
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে আমাদের সেই অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।’ তিনি বলেন, ‘উত্তরায় মুন্নাকে সাদা পোশাকে র্যাবের লোকেরা তুলে নিয়ে গেছে। সালাহউদ্দিনে তুলে নিয়ে যাওয়া হয়, পরে তাকে ভারতে পাওয়া যায়, তিনি পাগলের মতো ঘুরছেন। এখনও তিনি দেশে আসতে পারছেন না।’
‘সারা দেশে সরকার ত্রাসের রাজত্ব সৃস্টি করেছে’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘ভয় দেখিয়ে গুম-খুন করে এরা রাষ্ট্র চালাচ্ছেন।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল দাবি জানান, ‘অবশ্যই জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় যারা অতীতের গুম করেছে, তাদের মতোই আপনাদেরকে বিচারের আওতায় আনা হবে।’
মানববন্ধনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করি রিজভী, বিএনপি নেতা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু প্রমুখ।