গৃহবধূকে ‘ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি’, সাভারে কলেজছাত্র গ্রেপ্তার
সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শাকিব নামের (২২) এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা থেকে শাকিবকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে—গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরকোন্ডা এলাকায় নিজ বাড়িতে ২৮ বছর বয়সি এক গৃহবধুকে ধর্ষণের পর তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান শাকিব।
এ ছাড়া ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়ে ওই নারীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয় বলেও পুলিশ জানায়। এমন পরিস্থিতিতে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েন।
পরে পরিবারের সহয়তায় কলেজছাত্র শাকিবকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো করা হয়েছে।