গোপালগঞ্জে পুলিশকে বিভিন্ন কাজের স্বীকৃতি
গোপালগঞ্জ জেলায় কর্মরত পুলিশকে বিভিন্ন কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে। আজ রোববার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় স্বীকৃতি স্বরূপ সনদ ও শীতবস্ত্র দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ভালো কাজের জন্য তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার, চারজন পরিদর্শক, ১৯ জন উপপরিদর্শক (এসআই) ১৫ জন সহকারী উপরিদর্শক (এএসআই), ২৭ জন কনস্টেবল ও আটজন সিভিল স্টাফের হাতে পুরস্কার তুলে দেন।
এ ছাড়া পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জেলা পুলিশের ২৫ আউটসোর্সিং কর্মীকে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোহাইমিন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, (এএসপি সদর) সার্কেল মো. খায়রুল আলম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এএসপি (ক্রইম অ্যান্ড অপস) মিজানুর রহমান।