গোপালগঞ্জে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান সেতুর ওপর বাসের ধাক্কায় প্রমিলা রায় নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা-পিরোজপুর সড়কের গোপালগঞ্জের মধুমতি নদীর উপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রমিলা রায় (৩০) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রামের প্রভাত রায়ের স্ত্রী।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের কথা নিশ্চিত করে জানান, আজ বিকেল ৩টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী শেখ লুৎফার রহমান সেতুর উপর পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের যাত্রী প্রমিলা রায় মারাত্মক আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রমিলা রায় ভ্যানে চড়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে ভাই দীপক চন্দ্র ঘরামির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
নিহত প্রমিলার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে।