গোপালগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সামনের সড়কে বাসের ধাক্কায় কালাম সরদার নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া একপ্রেসের একটি যাত্রীবাহী বাস তেল নেওয়ার জন্য গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পাশে সাবিরা রউফ তেলের পাম্পে যায়। এ সময় ওই গাড়ির যাত্রী কালাম সরদার (৬০) গাড়ি থেকে নেমে রাস্তায় ঘোরাঘুরি করার সময় খুলনাগামী সেতু ডিলাক্সের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী কালাম সরদার নিহত হন।
নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কালাম সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার সাহাপাড়ার দেবদুয়ার এলাকার মৃত জহর আলীর ছেলে।