গোপালগঞ্জে মেধা যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ তরুণ-তরুণী
গোপালগঞ্জে মেধার যোগ্যতায় ও মাত্র ১০০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ তরুণ-তরুণী।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে শারীরিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২৪ জনের ফলাফল ঘোষণা করেন জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
এ সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, হেডকোয়াটার্সের প্রতিনিধি হায়াতুল ইসলাম খাঁন (ডিসি, ডিএমপি), জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান প্রমুখ।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
গোপালগঞ্জের পাঁচটি উপজেলা থেকে ২৪টি কনস্টেবল পদের বিপরীতে ৯৬০ জন বেকার তরুণ-তরুণী নিবন্ধন করেন। এতে লিখিত পরীক্ষায় ১৮২ জন উত্তীর্ণ হয়। এর মধ্য থেকে মৌখিক পরীক্ষায় ৫২ জন এবং চূড়ান্তভাবে ২৪ জন সুপারিশকৃত হয়।
উল্লেখ্য, পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উদ্ভাবিত সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার সব কয়টি ধাপ অতিবাহিত করে এ নিয়োগ দেওয়া হয়।