গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটা দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
নিহত পুলিশ সদস্য বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পুইয়াউটা পাদরি শিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটনের পুলিশের রিজার্ভ সদস্য। নিহত অপর বাসযাত্রীর নাম দিদারুল ইসলাম (৩৫) । তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার গোলাপদার গ্রামের আব্দুর রহমানের ছেলে। নিহত অপর দুই বাসযাত্রীর নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। দুর্ঘটনায় রবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন- জয়নাল (২১) বখতিয়ার (৪০) আলী হোসেন (৩৫) বেবি (২৫) আমিরুল ইসলাম (২৪) শরিফুল ইসলাম (২০) ও বাবু শেখ (৩০)।