গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ হেদায়েত উল্লাহ (২০) নামে এক ইমাম নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকার রাখি এল পি জি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত হাফেজ হেদায়েত উল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি একই উপজেলার ফুকরা সরদারপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।
এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘আজ সকালে হাফেজ হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে কাশিয়ানী উপজেলার সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় চাপ্তা মাদ্রাসা এলাকায় রাখি এল পি জি ফিলিং স্টেশনের সামনে সড়কে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হেদায়েত উল্লাহ রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।’
এসআই সিরাজুল ইসলাম আরও বলেন, ‘পুলিশ ঘাতক মাইক্রোবাসকে জব্দ করেছে। তবে চালককে আটক করতে পারেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহত ইমামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’