গ্যাসবাহী ট্যাংকারে ট্রেনের ধাক্কা, ঢাকা-চট্টগ্রামে রেল বন্ধ
গাজীপুরে এলপিজি গ্যাসবাহী একটি বিকল ট্যাংকারে ট্রেনের ধাক্কায় লেগেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার রাত সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মীরের বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রাত পৌনে ১১টায় পাওয়া শেষ খবরে জানা যায় উদ্ধারকাজ চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিয়াল কারখানা থেকে এলপিজি গ্যাসভর্তি একটি ট্যাংকার ঢাকার কামারপাড়ার বাসুলিয়া এলাকার ইসলাম ব্রাদার্স ফিলিং স্টেশনে যাচ্ছিল। পথে মীরেরবাজার রেল ক্রসিংয়ের ওপর ট্যাংকারটি বিকল হয়ে যায়। গাড়ির চালক ও হেলপারসহ স্থানীয়রা চেষ্টা করেও রেললাইনের ওপর থেকে ট্যাংকারটি সরাতে পারেনি।
ওসি জানান, এদিকে ঢাকা থেকে আখাউড়াগামী যাত্রীবাহী তিতাস কমিউটার রাত ৭টার দিকে ওই ক্রসিং পয়েন্টের কাছাকাছি পৌঁছালে গেটম্যান সংকেত দেয়। এ সময় চালক ট্রেনটি থামানোর চেষ্টা করলেও ওই ট্যাকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্যাংকারটি কাত হয়ে রেললাইনের উপর পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্যাংকারটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্যাংকারকে সরানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ট্রেনটি ফের ঢাকার দিকে ফিরে গেছে। ট্যাংকারের চালক ও হেলপার পালিয়ে গেছে। ফায়ার সার্ভিস ও নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
এদিকে, রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে পুনরায় রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।