গ্যাস-বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্যাস-বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত, বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে, সেসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ দেন তিনি। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
এম এ মান্নান বলেন, “৬১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোন অব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী ভর্তুকি বিষয়ে নির্দেশনা দেন।”
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বড় বড় খাতে যাঁরা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন, তাঁরা গরিব না। গুলশানে যাঁরা বসবাস করেন, তাঁরা গরিব নন। সেজন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলা হয়েছে। এ ছাড়া ভর্তুকি কমানোর কৌশল বের করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
মন্ত্রী বলেন, ‘ভর্তুকি কোনো সভ্য দেশের সমাধান নয়। তাই ধীরে ধীরে গ্যাস-বিদ্যুতের ভর্তুকি থেকে বের হয়ে আসতে হবে।’