গ্রাহকের ৩১৫ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানের নির্দেশ
ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজারের বিরুদ্ধে গ্রাহকের ৩১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন গ্রাহকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) এই আদেশ এলো। আদেশ দেন বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
রিটকারীরা হলেন—মুশফিকুর রহমান, হাসনাইন আল রাশেদ শামীমসহ তিনজন।
দুর্নীতি দমন কমিশনের প্রতি দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
২০২০ সালের জুলাই মাসে গুলশানের জব্বার টাওয়ারের ১৩ তলায় কার্যালয় খুলে ব্যবসা শুরু করে আনন্দের বাজার।