গ্রিন রোডে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গ্রিন রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গ্রিন রোডের আরএইচ হোম সেন্টার ভবনটিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
রাশেদ বিন খালিদ জানান, আজ সকালে আরএইচ হোম সেন্টারে ১১তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কম্পিউটার, চেয়ার, টেবিলসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।