ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
গোপালগঞ্জে ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গতকাল মঙ্গলবার দিনগত গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
ভোর ৬টা ৩৫ মিনিটে স্থানীয়দের ফোন পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নং খাওলিয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামের মো. আবু বকর সিকদারের ছেলে মারুফ বিল্লাহ সিকদার (৩২) ও তার শ্যালক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ভুয়াতুলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)। মারুফ গোল্ডেন ট্রেড কোম্পানির মুন্সীগঞ্জ এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন। অপর নিহত বায়জিদ মোড়েলগঞ্জ গুলিশাখালী ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, গতকাল রাতের কোনো এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাইয়ের মোটরসাইকেলটি চন্দ্রদিঘলিয়ায় রাস্তার পাশের রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনেই ঘটনাস্থলে নিহত হন। ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে স্থানীয়রা রাস্তার পাশের খাদে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে আমাদের ফোন দেয়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
নিহত বায়জিদের ভাই সোয়াইব তালুকদার বলেন, বায়জিদ ঢাকায় দুলাভাইয়ের কাছে বেড়াতে যায়। দুলাভাই গোল্ডেন ট্রেড কোম্পানিতে চাকরি করেন। তিনি ঢাকার কদমতলী এলাকার তুষারধারা আবাসিক এলাকার রহমান মনজিলের ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি ওমরাহ হজ করতে যাবেন। তাই পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তিনি ওমরাহ শেষে নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। গতকাল রাত ৯টা থেকে ১০টার দিকে দুলাভাই আমার ভাই বায়জিদকে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সকালে আমরা জানতে পারি তারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।