চকবাজার প্লাস্টিকের গুদামের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের এস কে টাওয়ারে প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, রাজধানীর চকবাজারের এস কে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে যায়। সাড়ে ৬টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, প্লাস্টিক কারখানাটি মিটফোর্ড হাসপাতালের পাশে। ছয়তলা ভবনের এস কে টাওয়ারের দোতলায় আগুনের সূত্রপাত হয়।