চকরিয়ায় ডোবায় পড়ল মাইক্রোবাস, নিহত ৭
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মাইক্রোবাস রাস্তার পাশের ডোবায় পড়ে সাত জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। উপজেলার ভেন্ডি বাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তাঁরা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী পথচারী হাজেরা বেগম (৫৫), মাইক্রোবাসের আরোহী পূর্ণিমা (৩০), তাঁর শিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫), তাঁর স্ত্রী মধুমিতা (৪৫)। নিহতদের মধ্যে চালকসহ অপর দুজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, মালুমঘাট থেকে মাইক্রোবাসটিতে করে কয়েক জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেড়াতে যাচ্ছিলেন। এর মধ্যে আজ সকালে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজারের কাছে পৌঁছালে দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাজেরা বেগম নামের এক পথচারীকে চাপা দিয়ে তাঁকেসহ পাশের ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলে হাজেরা বেগমসহ মাইক্রোবাসের ভেতর থাকা আরোহীরা ডুবে মারা যান। পরে ঘটনাস্থল থেকে সাত জনের মরদেহ এবং আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এরপর আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়।