চকলেটের লোভ দেখিয়ে দুই শিশুকে ‘যৌন নির্যাতন’, চা-দোকানিকে গণপিটুনি
নাটোরের লালপুর উপজেলায় চকলেট দেওয়ার কথা বলে তিন শিশুকে ডেকে নিয়ে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাত আলী নামের এক চা-দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ ওই চা-দোকানিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। উপজেলার হাঁপানিয়া গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সিদ্দিক জানান, সোমবার সন্ধ্যায় লালপুরের হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিল ওই এলাকার তিন শিশু। এ সময় জামাত আলী চকলেট দেওয়ার কথা বলে ওই তিন শিশুকে পাশের একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতন শুরু করেন। ওই সময় শিশুদের কান্নায় আশপাশের লোকজন ছুটে গিয়ে জামাত আলীকে হাতেনাতে আটক করে। পরে তাঁকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়। এ ছাড়া ওই শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামাত আলীকে আটক করে।
এ ঘটনায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে লালপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।