চট্টগ্রামে আলাদা অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আলাদাভাবে অভিযান চালিয়ে ৪ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে এক নারীসহ দুই ইয়াবা কারবারিকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ও আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া উপজেলার আহমদ হোসেনের ছেলে সাজ্জাত হোসেন (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার মুক্তাগাছা এলাকার আব্দুল মান্নানের মেয়ে প্রিয়া আক্তার সামিয়া (১৯)। এরমধ্যে সাজ্জাদ হোসেনের কাছ থেকে এক হাজার ৯শত ও সামিয়ার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সজিব হোসেন এই অভিযান পরিচালনা করেন। মামলা দায়েরের পর গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান।