চট্টগ্রামে এক হাজার ৪০০ বস্তা সরকারি চাল জব্দ
দেশের খাদ্যমজুদ নিশ্চিত করতে ভারত থেকে আমদানিকৃত প্রায় এক হাজার ৪০০ বস্তা চাল অবৈধভাবে গুদামজাতের সময় জব্দ করেছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত খাদ্যবিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার ফারুক উল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত উপকমিশনার হুমায়ুন কবির ও সহকারী কমিশনার ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত থেকে আমদানি করা ২৬০ বস্তা চাল মিনি ট্রাকে করে বন্দরের খাদ্য অফিস হয়ে নগরীর পাহাড়তলীর একটি গুদামে আনা হয়। এসব চাল নিয়ে যাওয়ার কথা নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে। গোয়েন্দা পুলিশ চালভর্তি ট্রাকের পিছু নেয়। এ সময় গুদামে মজুত থাকা আরও এক হাজার ১৪০ বস্তাসহ এক হাজার ৪০০ বস্তা আমদানিকৃত চাল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আড়তদার আবদুল বাহার সরকারি বস্তা পরিবর্তন করে নিজস্ব প্যাকেটে বাজারজাত করার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।