চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় এখন পর্যন্ত এটিই সর্বাধিক মৃত্যুর সংখ্যা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষায় আরও ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭২ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রাউজান, হাটহাজারী ও ফটিকছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পাঁচ জন মহানগরীর বাসিন্দা। অপর ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমানে বয়স্কদের পাশাপাশি শিশু-কিশোররাও আক্রান্ত হচ্ছে। ঈদে খুব সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তিনি।